হঠাৎ যদি চলন্ত অবস্থায় কারো মোটর সাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়
তবে প্রথমেই লুকিং গ্লাসের মাধ্যমে পিছনের অন্যান্য গাড়ির অবস্থান দেখে নিতে হবে।যদি কোন দ্রুত অগ্রসরমান গাড়ি থাকে তবে সেটাকে অতিক্রম করতে দিতে হবে।সাথে সাথে বাম পাশের দিক নির্দেশক বাতি জ্বালিয়ে আস্তে আস্তে বায়ে সরে আস্তে হবে।
প্রথমেই ফুয়েল চেক করতে হবে, যদি ফুয়েল ঠিক থাকে তবে গাড়ির নিম্নাক্ত সমস্যা গুলি হতে পারে স্টার্ট বন্ধ হবার পেছনেযে যে সম্ভাব্য কারণ থাকতে পারে স্টার্ট বন্ধ হবার পেছনে :
১. ইঞ্জিনে ঠিকমত ফুয়েল না যাওয়া।
২. চলন্ত অবস্থায় ইঞ্জিন খুব হিট হয়ে যাওয়া।
৩. ফুয়েল ট্যাঙ্ক এয়ার টাইট হয়ে যাওয়া। ফলে ফুয়েলের নিচে নামতে না পারা।
৪. স্পার্ক প্লাগে ময়লা জমা।
৫. ইঞ্জিন ওয়েলের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া।
৬. ঝাকিতে তার খুলে যাওয়া।
৭. কার্বুরেটরের সমস্যা ।
নতুনদের বাইকারদের ক্ষেত্রে চলন্ত অবস্থায় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারন
*সঠিক সময়ে গিয়ার পরিবর্তন না করা
*ইঞ্জিনের রেঞ্জ কম থাকা
ইঞ্জিনের ওভারহিটিং ও প্রতিকার

No comments:
Post a Comment