Wednesday, September 4, 2019

নতুন বাইক কেনার সময় যে সব কাগজ পত্র বুঝে নেওয়া উচিৎ।


বাইক মানুষের অতি পছন্দের জিনিস।বাইক কেনার সময় তারাহুরা করি এবং প্রয়োজনীয় কাগজপত্রের কথা ভূলে যায়।পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক ঝামেলায় পরি।।তাই নতুন বাইক কেনার সময় আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে সব কাগজপত্র বুঝে নেওয়া উচিৎ না নিন্মে দেওয়া হল
১)শুরুম কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র।
২)ডিলারের নমুনা স্বাক্ষর (এক জেলা থেকে ক্রয় করে অন্য জেলায় নাম্বার করার সময় দরকার হয়)
৩)Owners particular /Specimen শিগ্নাতুরে
৪)Form of application for the registration of motor ভেহিচলে
৫)শুরুম কর্তৃক প্রদানকৃত সেল সার্টিফিকেট
৬)শুরুম কর্তৃক প্রদানকৃত ডেলিভারী চালান
৭)শুরুম কর্তৃক প্রদানকৃত মূশক-11
৮)শুরুম কর্তৃক প্রদানকৃত ট্রেজারী চালান
৯)শুরুম কর্তৃক প্রদানকৃত ক্রয় চালান/মূশক ক্রয় চালান
১০)গেইট পাসা- অরিজিনাল নিতে হবে
শুরুম কর্তৃক প্রদানকৃত ইনভয়েস (যে মোটরসাইকেলটি আপনি নিয়েছেন সেটি, যেই ইনভয়েস আছে সেটার পুরা সেট নিতে হবে)।
১১)বিল অব এন্ট্রি
১২)প্যাকিং লিস্ট
বিল অব লেডিং)
১৩)এল.সি কপি
সকল ভাইদের প্রতি অনুরোধ কম বয়সি ছেলেদের হাতে বাইক দিবেন না।বয়স কম থাকায়, শরীরের রক্ত গরম হয় দুর্ঘটনা ঘটায়।Facebook group: https://www.facebook.com/groups/537070333701573/

No comments:

Post a Comment